এই হোমমেড সেরেলাকটিতে রয়েছে। প্রোটিন,ফাইবার,ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিংক, আয়রন, ফ্যাটি অ্যাসিড, ওমেগা ৩ সহ প্রয়োজনীয় সকল ধরনের ভিটামিন। এই সেরেলাকটি একজন বাচ্চার প্রতিদিনের ৭০ থেকে ৯০ ভাগ পুষ্টির সঠিক চাহিদা পূরণ করতে সক্ষম।
২ থেকে ৩ চামচ সেরেলাক এক কাপ পরিমাণ পানি অথবা দুধ নিতে হবে। তারপর পানি অথবা দুধ এবং সেরেলাক ভালোভাবে মিশিয়ে ৫-৭ মিনিট চুলায় রান্না করতে হবে। বাচ্চা যতটুক ঘনত্ব বা পাতলা খেতে পছন্দ করে ততটুকু ঘনত্ব বা পাতলা করবেন। দিনে ২বার খাওয়াতে পারবেন। বাচ্চার বয়স ১০ মাসের বেশি হলে পরিমাণ মতো তালমিছরি যোগ করে নেবেন।